Sylhet Today 24 PRINT

সেবায়েত ও চিকিৎসক হত্যায় আদালতে ২ শিবির নেতার স্বীকারোক্তি

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুলাই, ২০১৬

ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর মন্দিরের সেবায়েত শ্যামানন্দ দাস ও কালিগঞ্জ উপজেলায় হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাক হত্যার ঘটনায় আটক দুই শিবির নেতা ঝিনাইদহ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ থানার আমলী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তারা। ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম ফাহমিদা জাহাঙ্গীর ও কালিগঞ্জ আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির তাদের জবানবন্দি রেকর্ড করেন।

স্বীকারোক্তি দেওয়া দুই শিবির নেতা হলেন, কালিগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রাম শিবিরের সাধারণ সম্পাদক সবুজ খান (২২) এবং ঝিনাইদহ দক্ষিণ অংশের শিবিরের সভাপতি শাহিন আলম (২৪)।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, শিবিরের কেন্দ্রীয় সিদ্ধান্তে সেবায়েত শ্যামানন্দ দাস ও হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাককে হত্যা করা হয়েছে।

পুলিশ গোপন খবরের ভিত্তিতে শনিবার (১৬ জুলাই) সকালে সদরের হরিপুর গ্রাম থেকে সবুজ ও রোববার ভোরে শেখপাড়া বাজার থেকে শাহিন আলমকে আটক করে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাক ও ১ জুলাই সেবায়েত শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.