Sylhet Today 24 PRINT

রাশিয়ায় যাবে ৪০০ বাংলাদেশী শ্রমিক

চট্টগ্রাম সংবাদদাতা |  ৩১ জুলাই, ২০১৬

নতুন করে রাশিয়ায় ৪০০ বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

রোববার (৩১ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম থেকে বহির্গমন ছাড়পত্র ও স্মার্টকার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, " চলতি বছরের প্রথম সাত মাসে বিভিন্ন দেশে গেছেন  চার লাখ ১৭ হাজার ৯৩৫ জন।  ইতিমধ্যে রাশিয়াতে নতুন শ্রমিক নিয়োগ নিশ্চিত হয়েছে। সেখানে ৪০০ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করছি আমরা"

চট্টগ্রাম থেকে বহির্গমন ছাড়পত্র ও স্মার্টকার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, এখন থেকে চট্টগ্রামের প্রবাসীরা বহির্গমন ছড়পত্র ও স্মার্টকার্ড নেয়ার কার্যক্রম এখানেই করতে পারবেন।


চট্টগ্রাম জেলা প্রসাশক মেজবা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার রুহুল, বিএমটি পরিচালক আহমদ শামীম আল রাজী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.