Sylhet Today 24 PRINT

জঙ্গি হামলার প্রতিবাদে ৭ আগস্ট সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৬

দেশব্যাপী জঙ্গি  হামলা ও জঙ্গি তৎপরতার প্রতিবাদে আগামী  ৭ আগস্ট (সোমবার) সকালে সারা দেশের ৩৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)।

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় জঙ্গি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (০৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বাসমাশিস’র মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, একটি মৌলবাদী গোষ্ঠী ধর্মের নামে দেশকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু ৩০ লাখ শহীদের রক্তে কেনা এ দেশে কোনো মৌলবাদীদের ক্ষমতায়ন সহ্য করা যাবে না।

বক্তারা বলেন, বাংলাদেশে বিশ্ব সন্ত্রাসের যে কালো নজর তা রুখে দিতে হবে। অভিভাবকরা সন্তানদের প্রতি সচেতন হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হবে না।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. ইনসান আলী, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন সরকারসহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.