Sylhet Today 24 PRINT

২৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি |  ০৬ আগস্ট, ২০১৬

ঝিনাইদহে ২৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। তাদের সাথে যোগ দেন, সামাজিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সুধীবৃন্দ।

শনিবার (৬ আগস্ট) সকালে সদর উপজেলার তেতুলতলা বাজার থেকে কালীগঞ্জের বারোবাজার পর্যন্ত যশোর-ঝিনাইদহ মহাসড়কে এ কর্মসূচী পালিত হয়।

ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারের আহবানে শতাধিক স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, অভিভাবক, সুধীবৃন্দ ও সামাজিক নেতৃবৃন্দ এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন।

সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনের বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এ দেশে জঙ্গিবাদের কোন ঠাই নেই। দেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.