Sylhet Today 24 PRINT

সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৬

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ৯ টার দিকে ভারতের কলকাতার মুকুন্দপুরের রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফজলুর রহমান পটল নাটোর-১ (লালপুর-বাগাতিবাড়ি) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

ফজলুর রহমান পটল দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নাটোরে জন্মগ্রহণ করা বিএনপির এই নেতা ১৯৭৫ পূর্ব সময়ে ছাত্রলীগ থেকে রাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন।

ফজলুর রহমান পটলের মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু,সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদসহ জেলা বিএনপির সকল স্তরের নেতা কর্মীরা শোক প্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.