Sylhet Today 24 PRINT

বেনাপোলে বিজিবিকে মিষ্টিমুখ করালো বিএসএফ

বেনাপোল প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০১৬

বেনাপোল চেকপোস্ট নো ম্যানস ল্যান্ডে ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মধ্যে উপহার বিতরণ ও মিষ্টিমুখ করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৫ আগস্ট) সকালে ৬৪ ব্যাটালিয়ন বিএসএফের ডেপুটি কমান্ড্যান্ট হারদিপ সিং বিজিবি সদস্যদের হাতে উপহার ও মিষ্টি তুলে দেন। এ সময় ভারতগামী বাংলাদেশি যাত্রীদেরও মিষ্টি মুখ করানো হয়।

এর আগে সকাল ৮ টায় চেকপোস্ট নো ম্যানস ল্যান্ডে অবস্থিত রিট্রেট সেরিমনিতে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দেশের যৌথ জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও প্যারেড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিজিবির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিএসএফ কর্মকর্তা হারদিপ সিং শোক দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর আত্মদান জা‌তি চির‌দিন ম‌নে রাখ‌বে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দেশের জন্য তার আত্মত্যাগ ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.