Sylhet Today 24 PRINT

শোক দিবসের পতাকায় আপত্তি, পিটুনির পর মাদ্রাসা শিক্ষক আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৬

জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত রাখার ব্যাপারে আপত্তি জানানোর অভিযোগে স্থানীয়দের পিটুনির পর মাগুরা সদর উপজেলার এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

সোমবার উপজেলার শত্রুজিৎপুর থেকে তাকে আটক করা হয় বলে জানান মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ। আটক আব্দুল আজিজ উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের বেরইল দারুল হুদা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ।

জাতির জনক বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের দিন ১৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকে। কিন্তু সোমবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে আপত্তি করায় এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন মাদ্রাসা শিক্ষক আজিজ।

বেরইল পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মহব্বত আলী জানান, জাতীয় শোক দিবসে সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা থাকলেও ওই মাদ্রাসায় তা রাখা হয়নি জানতে পেরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা খন্দকার জবেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেখানে যান।

মহব্বত আলী বলেন আরো বলেন, তারা অধ্যক্ষকে পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখার কথা বললে অধ্যক্ষ মাদ্রাসার কর্মচারী আসেনি জানিয়ে পতাকা তুলতে অস্বীকৃতি জানান। এলাকাবাসী বারবার অনুরোধ করার পরও তিনি পতাকা উত্তোলন করতে রাজি না হয়ে উল্টো বলেন, প্রয়োজনে আত্মহত্যা করবেন, তবু পতাকা ছোঁবেন না।

তিনি বলেন, এক পর্যায়ে উত্তেজিত জনতা অধ্যক্ষকে ধরে মারধর শুরু করলে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ আজিজকে আটক করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.