Sylhet Today 24 PRINT

‘কিরণমালা’ দেখতে দোকানে মা, ঘরে পুড়ে মরল মেয়ে

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৬

বাড়ির পাশের দোকানে মা ভারতীয় টিভি সিরিয়াল 'কিরণমালা' দেখায় মগ্ন। ঠিক সে সময়ে আগুনে পুড়ে মারা গেল ঘরে আটকে থাকা তার শিশুসন্তান ঋতু। 
  
শুক্রবার রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার চকহরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
  
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৯টার দিকে প্রতিবেশীদের সঙ্গে দল বেঁধে চকহরিপুর গ্রামের খলিলুর রহমানের স্ত্রী শোকেলা খাতুন দুই মেয়েকে ঘরে আটকে রেখে পাশের একটি দোকানে 'কিরণমালা' দেখতে যায়। 
  
একটু পরে খলিলের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। এ সময় দুই মেয়ে ঘরে ঘুমিয়ে ছিল। বড় মেয়ে সাইমা (১০) জানালা দিয়ে বেরিয়ে আসতে পারলেও বের হতে পারেনি ছোট মেয়ে ঋতু (৭)। 
  
এদিকে সাইমা বাইরে এসে চিৎকার করতে থাকলেও তার মা ছিল 'কিরণমালা' দেখায় মগ্ন। শেষ পর্যন্ত আগুনে পুড়েই মারা যায় শিশুটি। 
  
পরে খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে ঋতুর মরদেহ উদ্ধার করে। 
  
সাইমা বেরিয়ে আসতে পারলেও তার শরীরের অর্ধেকের বেশি দগ্ধ হয়। তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 
  
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুর জামান সোহেল বলেন, আগুনে দগ্ধ শিশু সাইমা খাতুনের অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 
  
ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেবেকা খান বলেন, অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.