Sylhet Today 24 PRINT

অ্যামোনিয়া গ্যাস পাইপে ফাটল: আতংকগ্রস্থ না হতে চিকিৎসকদের পরামর্শ

চট্টগ্রাম সংবাদদাতা |  ২৩ আগস্ট, ২০১৬

চট্টগ্রামের নেভালের এলাকায় ডাই অ্যামোনিয়াম ফসফেট  ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের একটি সার কারখানার অ্যামোনিয়া গ্যাস ট্যাঙ্ক লিকেজ হয়ে আশেপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় আতংকগ্রস্থ না হতে পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক ও চট্টগ্রামের সিভিল সার্জন।

এই গ্যাস নিঃসরণের ফলে শতাধিক লোক অসুস্থ হয়ে অনেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসতাপালে ভর্তি হলে সেখানে জরুরি ভিত্তিতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছে এই গ্যাসের ফলে প্রাথমিকভাবে বমি ভাব, নিস্তেজ লাগলেও এতে বড় বা দীর্ঘমেয়াদি কোন ক্ষতির সম্ভবনা নেই। সবাইকে তাই আতংকগ্রস্থ না হয়ে আক্রান্ত এলাকা থেকে সরে এসে চিকিৎসা নেয়ার আহবান জানিয়েছেন তারা। এছাড়া ‘মাস্ক’ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টায়  চট্টগ্রাম শহরের নদীর ওপর পাড়ে আনোয়ারায় অবস্থিত ইউরিয়া সার কারখানায় অ্যামোনিয়া গ্যাসের পাইপে লিকেজ হয়, যার বিকট গন্ধ চট্টগ্রামেরর মুল শহরে এসে পড়েছে, যার ফলে শতাধিক লোক অসুস্থ হলে তারমধ্যে ৫৬ জনকে   চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্যাস ছড়ানো বন্ধে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.