Sylhet Today 24 PRINT

বাউফলে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, পূজা বন্ধের হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৬

পটুয়াখালীর বাউফল উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে তৈরি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পূজা না করার আহ্বান জানিয়ে সেখানে চিরকুটও রেখে যায় তারা।

গতকাল রোববার (২৮ আগস্ট) রাতে উপজেলার মদনপুরা ইউনিয়নের মদনপুরা গ্রামে পালপাড়া সর্বজনীন পূজা মণ্ডপে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। শুধু রঙের কাজ বাকি ছিল। দুর্বৃত্তরা দুর্গা প্রতিমার বাঁ হাত, লক্ষ্মীর দুই হাত, সরস্বতীর ডান হাত ও হাঁস, মহিষ, বাঘের মুখ ও কান, অসুরের মাথা ও দুই হাত ভেঙে ফেলে যায়। ওই সময় দুর্বৃত্তরা প্রতিমার গায়ে গোবর ছিটিয়ে দেয় এবং হাতে লেখা দুই পৃষ্ঠার একটি চিঠি রেখে যায়। চিঠিতে পূজা না করাসহ বিভিন্ন আপত্তিকর কথা লেখা ছিল।

পূজা আয়োজক কমিটির সভাপতি বরুণ পাল বলেন, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। দু-এক দিনের মধ্যে রঙের কাজ শুরু করার কথা ছিল। গতকাল রাতে প্রতিমাশিল্পী রূপক পাল ও তাঁর কয়েকজন সহযোগী প্রতিমার ছোটখাটো কিছু কাজ শেষ করে ১২টার দিকে ঘুমাতে যান। আজ (সোমবার) ভোরে মণ্ডপের পাশের ঘরের সমীর পাল প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পেয়ে তাঁকে খবর দেন। এ ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, শিগগির এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.