Sylhet Today 24 PRINT

কলকাতা-যশোর-খুলনা রুটে মৈত্রী সৌহার্দ্য বাস সার্ভিস চালু

বেনাপোল প্রতিনিধি |  ৩০ আগস্ট, ২০১৬

কলকাতা-ঢাকা-আগরতলার পর এবার পরীক্ষামূলক কলকাতা-যশোর-খুলনা রুটে ভারত-বাংলাদেশ সৌহার্দ্য বাস সার্ভিস চালু হলো।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার সময় ডাব্লিউ বি ২৩-ডি-৩৩১৩ ও ডাব্লিউ বি ২৩-ডি-৩৩১৪ নং দুটি বাসে করে ভারতীয় ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের  পেট্রপোল হয়ে বেনাপোলে  প্রবেশ করে।

ভারতীয় এ প্রতিনিধিদলে ছিলেন ট্রান্সপোর্ট গর্ভমেন্ট ওয়েস্ট বেঙ্গলের প্রিন্সিপ্যাল সেক্রেটারি আল্পনা বন্দপাধ্যায়, স্পেশাল সেক্রেটারি বিশ্বজিৎ দত্ত, অনুপ কুমার, অলয় কুমারসহ মোট ১২ জন।

এসময় ভারতীয় প্রতিনিধিদলটি বেনাপোল চেকপোষ্ট নোম্যান্সল্যান্ডে এসে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানাই যশোর জেলা প্রশাসকের পক্ষ থেকে শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, বেনাপোল বন্দরের  পরিচালক (উপ-সচিব) নিতাই চন্দ্র সেন, বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি ইকবাল মাহমুদ প্রমুখ।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি ইকবাল মাহমুদ জানান, ভারতের প্রতিনিধি দলটি বেনাপোল পাটবাড়ি সনাতন ধর্মাম্বলীদের  হরিদাস ঠাকুরের মন্দির পরিদর্শন শেষে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। যশোর সার্কিট হাউজে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করবেন এ প্রতিনিধি দলটি। যশোরে বৈঠক শেষে তারা খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.