Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন করেছে বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক)।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।  

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণি, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ, সাভার ব্যাংক কলোনি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ,আব্দুল মান্নান, আলী আকবরসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা জঙ্গি দমনে বাংলাদেশ সরকারকে কঠোর হওয়ার আহবান জানান। মানববন্ধনে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া কামনা করা হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.