Sylhet Today 24 PRINT

বান্দরবানে দুইজনকে পিটিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৬

বান্দরবানের বোয়াংছড়িতে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 
  
মঙ্গলবার রাতে জেলার রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের আঙ্গাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। 
  
নিহতরা হলেন- লামা রুপসী পাড়ার বাসিন্দা উগ্যহ্লা (৩৫) ও আপ্রু মং (২৫)। 
  
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
  
স্থানীয় আইনশৃংখলা কমিটির সভায় বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। এছাড়া হত্যাকারীকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেলেও পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি বলে নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমর আলী।   
  
ওসি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে প্রাথমিকভাবে যাকে সন্দেহ করা হচ্ছে তার নাম থোয়াইচিং মং মারমা। তিনি আঙ্গাপাড়া সন্ত্রাস প্রতিরোধ কমিটির স্থানীয় সভাপতি। 
  
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, কয়েকদিন আগে লিরাগাও ক্যাম্পে সন্ত্রাস প্রতিরোধ ও আইনশৃংখলা বিষয়ক একটি সভা হয়। সেখানে থোয়াইচিং মং তার বক্তব্যে নিহত দুজনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন।

এ বিষয়টি নিয়ে কথা বলতে নিহতরা থোয়াইচিং মং মারমার বাড়িতে গেলে দরজার বাডাম দিয়ে তাদের দু'জনকে পিটিয়ে হত্যা করা হয়।

ওসি বলেন, হত্যাকাণ্ডের পর থেকে থোয়াইচিং মং মারমা পলাতক।

খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকসহ প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.