Sylhet Today 24 PRINT

চট্টগ্রাম টিএসপির গুদামে অগ্নিকাণ্ড: সাড়ে চার লাখ টাকার ক্ষতি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৬

চট্টগ্রামের পতেঙ্গায় ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় আগুন লাগার পর শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নির্বাপণে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর প্রহল্লাদ কুমার সিংহ এসব তথ্য জান বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লেগেছিল টিএসপির গুদামে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ইপিজেড, বন্দর, আগ্রাবাদ ইউনিটের আটটি গাড়ি দুর্ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি জানান, আগুনে পুরোনো সালফার ও রক ফসফেট পুড়ে ধোঁয়ার সৃষ্টি করেছিল।

এর আগে রাতে কর্ণফুলী নদীর ওপারে ডিএপি ফার্টিলাইজার কোম্পানির অ্যামোনিয়া গ্যাসের ট্যাংক বিস্ফোরণের ঘটনার কারণে টিএসপির গুদামের অগ্নিকাণ্ডের ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পর্বতটিতে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন রাত সাড়ে তিনটার দিকে নিয়ন্ত্রণে চলে আসলে কারখানার কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের লোকজনের আতঙ্ক কেটে যায়।       

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.