Sylhet Today 24 PRINT

বেনাপোলে স্বর্ণের বারসহ আটক ১

মোস্তা‌ফিজুর রহমান, বেনাপোল থেকে |  ২৩ সেপ্টেম্বর, ২০১৬

বেনাপোলে ১২টি স্বর্ণের বারসহ আশানুর রহমান (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে সীমান্তের দৌলতপুর সড়কের চারা বটতলা থেকে তাকে আটক করা হয়।

আটক আশানুর দৌলতপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

বিজিবি জানান, বিশ্বস্ত সূত্রে জান‌তে পে‌রে বেনাপোল সীমান্তের দৌলতপুর সড়কের চারা বটতলা এলাকা থেকে এক যুবককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১২ পিস স্বর্ণের বার পাওয়া যায়।

আশানুর স্বীকারোক্তিতে জানান, এ স্বর্ণের বারের মালিক সে না। তি‌নি বহনকারী। মাত্র আড়াই’শ টাকার বিনিময়ে নিজের শরীরে স্বর্ণ বহন করছিলেন তিনি। এছাড়া স্বর্ণের আসল মালিক হচ্ছেন বেনাপোলের দৌলতপুর গ্রামের হানেফ আলীর ছেলে রাজ্জাক।

২৬ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লিয়াকত হোসেন জানান, আটক স্বর্ণ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.