Sylhet Today 24 PRINT

পতাকা বৈঠকের মাধ্যমে ঝিনাইদহে বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি জসিম মণ্ডলের (২৭) মরদেহ ফেরত নিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হয়।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের লে. কর্নেল মো. তাজুল ইসলাম জানান, মহেশপুর সীমান্তের ৬০/৭ এস পিলারের কাছে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাত পৌনে ৯টার দিকে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৫৮ ব্যাটালিয়নের লে. কর্নেল মো. তাজুল ইসলাম এবং বিএসএফ পর্যায়ে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বেনিপুর ৯ বিএসএফ এর কমান্ডার সত্যব্রত মুখার্জী।

পরে নিহত জসিম মণ্ডলের মরদেহ মহেশপুর থানা পুলিশের উপস্থিতিতে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার রাতে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায় জসিম। সেখানকার হাজরা ক্যাম্পের কাছে বিএসএফের সঙ্গে কয়েকজন গরু ব্যবসায়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গরু ব্যবসায়ীরা দুই বিএসএফ সদস্যকে রামদা দিয়ে কুপিয়ে জখম করলে বিএসএফ সদস্যরা গুলি করে।

এতে জসিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে ভারতের একটি হাসপাতালে নেওয়ার পর জসিম মারা যায়। জসিম চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলবলদিয়া গ্রামে দাউদ মণ্ডলের ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.