Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ও ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহের মহেশপুর ও কোটচাদপুর উপজেলায় এক নারী শ্রমিক ও এক যুবকের মৃত্যু ঘটেছে।

ঝিনাইদহের জেলার মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে পদ্ম রানী রায় (৭০) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে তাঁর মৃত্যু হয়। পদ্ম রানী রায় বজরাপুর গ্রামের দুলাল রায়ের স্ত্রী।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, সোমবার দুপুরে পদ্ম রানী বজরাপুর গ্রামের একটি পোল্ট্রি ফার্মে কাজ করছিলেন।

সে সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার রাঙিয়ারপোতা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

কোটচাদপুর রেলস্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, সোমবার সকালে স্থানীয় কৃষকরা রাঙিয়ারপোতা গ্রামে ট্রেন লাইনের পাশে দ্বিখণ্ডিত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। তিনি আরো বলেন, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

কোটচাঁদপুর থানার এসআই সমির জানান, ধারণা করা হচ্ছে সে রাতে কোন এক সময় ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.