Sylhet Today 24 PRINT

শার্শায় শিক্ষার মানোন্নয়নে এবং ঝরেপড়া রোধকল্পে শিক্ষা সামগ্রী বিতরণ

বেনাপোল প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০১৬

দারিদ্র বিমোচন ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ডিজিটাল শিক্ষার কোন বিকল্প নেই। দেশে ধনীলোকেরা স্বপ্ন দেখে, সেই স্বপ্ন গরীবদেরকেও দেখাতে হবে। শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখাতে হবে, উৎসাহ দিতে হবে, তবেই শিক্ষার মান বাড়বে। আর তখনই দেশ উন্নত বিশ্বে পৌঁছাবে।”

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ‘ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার গুনগত মানোন্নয়নে  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির এসব কথা বলেন।

মাদক, যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধ ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শার্শা, বাগআঁচড়া, লক্ষনপুর ও বেনাপোলের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু’র সভাপতিত্বে  বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, জেলা শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী, ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৗস, শার্শা থানা ইনচার্জ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানা ইনচার্জ অপূর্ব হাসান।

এ সময় প্রধান অতিথির হাত থেকে শার্শা, লক্ষণপুর, বাগআঁচড়াসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ডিজিটাল পদ্ধতির শিক্ষা উপকরণ গ্রহণ করেন।

শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব জানান, জেলা প্রশাসক পরে উপজেলার বুরুজবাগান বালিকা বিদ্যালয়, নাভারন কলেজ ও বেনাপোল হাইস্কুলের ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.