Sylhet Today 24 PRINT

যশোরে হিযবুত সদস্য তিন ভাইবোনের আত্মসমর্পণ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ অক্টোবর, ২০১৬

যশোরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্য একই পরিবারের তিন ভাইবোন আত্মসমর্পণ করেছেন।

সোমবার (০৩ অক্টোবর) সকালে জেলা পুলিশের কাছে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীরা হলেন- যশোর নগরীর পুরাতন কসবা কদমতলা এলাকার আব্দুল আজিজের ছেলে তানজিব ওরফে আশরাফুল, তার ছোট ভাই তানজির আহমেদ ও বড় বোন মাছুমা আক্তার।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, আত্মসমর্পণকারীদের মধ্যে তানজিব হিজবুত তাহরিরের ‘মোশরেক’ পদধারী। তিনি জঙ্গিদের প্রশিক্ষক ছিলেন। বাকিরা সংগঠনের কর্মী।

তিনি আরো জানান, সোমবার দুপুরে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।

আত্মসমর্পণকারী তানজিব বলেন, তারা নিজেদের ভুল বুঝতে পেরে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে যশোরের পুলিশ সুপার জানিয়েছিলেন, পুরাতন কসবা কদমতলা এলাকার আব্দুল আজিজের ছেলে তানজিব, ভাই তানজির আহমেদ, মেয়ে মাছুমা আক্তার ও মাকসুদা খাতুন, মাকসুদার স্বামী শাকির আহম্মেদ ও মাসুমার স্বামী নাজমুল হাসান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সদস্য। ওই সময় জেলা পুলিশ একই পরিবারের ছয় জঙ্গিসহ ১১ জঙ্গির ছবিসহ নাম পোস্টারিং করেন। তানজিব বিভিন্ন সময় নিজের বাসায় হারেজ আলী নামে আরেক হিজবুত তাহরিরের সদস্যকে নিয়ে জঙ্গিদের প্রশিক্ষণ দিতেন। এ প্রশিক্ষণে তানজিবের পরিবারের অন্য সদস্যরাও অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.