Sylhet Today 24 PRINT

পেঁয়াজের দাম শুনে ব্যবসায়ীর মৃত্যু!

সিলেটটুডে ডেস্ক |  ০৩ অক্টোবর, ২০১৬

পাবনার কাশিনাথপুর হাটে পেঁয়াজ বিক্রি করতে এসে দাম কম শুনে স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) করে মারা গেছেন এক ব্যবসায়ী। রোববার (২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত ব্যবসায়ীর নাম আলহাজ আলী (৪৫)। তাঁর বাড়ি বেড়া উপজেলার বোয়ালিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, এবার এক হাজার ২০০ টাকা মণ দরে ৩৫০ মণ পেঁয়াজ কিনে গুদামজাত করেন আলহাজ আলী। কেনার পর থেকেই পেঁয়াজের দাম কমতে থাকে। এক মাসে পেঁয়াজের দাম প্রতি মণ প্রায় ৮০০-৯০০ টাকায় নেমে আসে।

রোববার দুপুরে কাশিনাথপুর হাটে ১০০ মণ পেঁয়াজ বিক্রি করতে আসেন আলহাজ আলী। হাটে এসে পেঁয়াজের দাম ৫০০ টাকা মণ শুনেই তিনি জ্ঞান হারান। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে কাশিনাথপুর সেবা হাসপাতালে ভর্তি করেন। এরপর বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. আইয়ুব আলী জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে আলহাজ আলীর মৃত্যু হয়েছে।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.