Sylhet Today 24 PRINT

অস্থিরতা সৃষ্টিকারী বই-ভিডিও জব্দ, গ্রেফতার ৪

সিলেটটুডে ডেস্ক |  ০৩ অক্টোবর, ২০১৬

শিশু-কিশোর, তরুণদের মধ্যে অস্থিরতার সৃষ্টি করে এমন কিছু বই ও ভিডিও দৃশ্যসহ চারজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার হওয়া চারজন হল, সেলিম উদ্দিন শাকিল (১৮), মো.রনি (৩০), জামাল উদ্দিন (২২) এবং মো.খোকন (১৯)।

সোমবার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে এসব বই ও ভিডিও বিক্রির দোকান ডালিয়া রেকর্ডিং সেন্টারে অভিযান চালায়।

ওই দোকান থেকে ৫০০ ডিভিডি ক্যাসেট, ৭০টি বই, ২ হাজার ৩১০টি পাইরেটেড মুভি ও গানের ডিভিডি ক্যাসেট, একটি ল্যাপটপ, একটি ট্যাব, একটি কম্পিউটার ও আনুষাঙ্গিক যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

প্রকাশ্যে নিষিদ্ধ এসব বই ও ভিডিও বিক্রির অপরাধে চারজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.