Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে ২ জঙ্গির কারাদণ্ড

নিউজ ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৬

নারায়ণগঞ্জের বন্দরে একটি বিস্ফোরক আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড, সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং  অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, বন্দরের ফরাজিকান্দা এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২০) ও মো. হোসেনের ছেলে মাহাবুব (২২)।
 
সোমবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জ ৭নং বিশেষ ট্র্যাইবুনালের বিচারক কামরুন নাহার আদালতে আসামি দু’জনের উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ ও সালাউদ্দিন সুইট মামলার বরাত দিয়ে জানান, ২০০৭ সালের ৭ জানুয়ারি টাঙ্গাইল থেকে সাইফুল ইসলামকে বিস্ফোরকসহ গ্রেফতার করে র্যাবের একটি টিম। পরে তার স্বীকারোক্তি নিয়ে  ওইদিন রাতেই নারায়ণগঞ্জের বন্দর এলাকা হতে মাহাবুবকে গ্রেফতার করা হয়।

জঙ্গীদের কাছ থেকে উদ্ধার করা হয় ডেটোনেটর, ২২টি লোহার হ্যান্ড গ্রেনেড, জিহাদি বইসহ বিস্ফোরক সরঞ্জামাদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.