Sylhet Today 24 PRINT

পাহাড়ে সকাল-সন্ধ্যা হরতাল আজ

প্রান্ত দেবনাথ রনি, রাঙামাটি থেকে |  ১৩ অক্টোবর, ২০১৬

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনীর প্রতিবাদ ও বান্দরবান থেকে গ্রেপ্তার বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে তিন পার্বত্য জেলায় দুই দফায় ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ৫টি বাঙালিভিত্তিক সংগঠন।

সংগঠনগুলোর পক্ষে এডভোকেট আলম খান সাক্ষরিত এবং ঢাকা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতালের ডাক দেয়া হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা ২৪ ঘণ্টা এবং রবিবার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টাসহ মোট ৪৮ ঘণ্টার এই হরতালের ডাক দিয়েছে।

সংগঠনগুলো হলো- পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এবং পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।

সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি করা হয়, সম্প্রতি সংশোধিত হওয়ার পর জাতীয় সংসদে পাশ হওয়া পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের কারণে পার্বত্য এলাকায় বসবাসকারী বাঙালিরা নিজ ভূমি থেকে উচ্ছেদ হবে এবং কমিশনে বাঙালি প্রতিনিধিত্ব না থাকায় ন্যায়বিচার থেকেও বঞ্চিত হবেন তারা। সংগঠনগুলো একই সাথে সম্প্রতি বান্দরবান থেকে গ্রেপ্তার হওয়া তাদের নেতা আতিকুর রহমানের নি:শর্ত মুক্তি দাবি করেছে।

পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাচ আল মামুন জানিয়েছেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করবো, আমাদের প্রতিবাদ জানাবো। সরকার একবারও আমাদের দাবির প্রতি ন্যুনতম সম্মান দেখায়নি। তাই আমরা কঠোর কর্মসূচীর দিতে বাধ্য হয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.