Sylhet Today 24 PRINT

চট্রগ্রামে এসআই’র বিরুদ্ধে নারী পুলিশের প্রতারণা ও ধর্ষণ মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৬

প্রতারণা ও ধর্ষণের অভিযোগে চট্রগ্রামের রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক এসআই সঞ্জয় দাশের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী পুলিশ সদস্য।

সোমবার (১৭ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলামের আদালতে মামলাটি করা হয়। আদালত মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বাদী এসআই সঞ্জয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী এবং নগরীর খুলশী থানার টাইগারপাস পুলিশ ব্যারাকে কর্মরত আছেন।

আদালত সূত্রে জানা যায়, প্রতারণার মাধ্যমে বিয়ের পর ২০১৪ সালের ১৯ ডিসেম্বর ওই নারী পুলিশকে গোপনে তালাক দেন এসআই সঞ্জয় দাশ। কিন্তু গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত তারা স্বামী-স্ত্রী হিসেবে একত্রে বসবাস করলেও সঞ্জয় দাশ বিষয়টি গোপন রাখেন। এসআই সঞ্জয়ের বিরুদ্ধে তালাকের বিষয়টি গোপন করে দীর্ঘদিন ধর্ষণ করার অভিযোগ আনেন ওই নারী পুলিশ সদস্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.