Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে মেলায় জমজমাট জুয়ার আসর, প্রশাসন নির্বিকার

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ |  ২৩ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ জেলা শহরের পুরাতন জজ কোর্ট চত্বরে ফার্নিচার ও কসমেটিকস মেলার মাঠে প্রতি রাতে জমজমাট জুয়ার আসর বসছে। খেলা শেষে গভীর রাতে খালি হাতে বাড়ি ফিরে আসছেন জুয়ার নেশায় মত্ত মানুষ। কিন্তু প্রশাসন এ ব্যাপারে নির্বিকার।

জুয়ার অর্থ নিয়ে পকেট ভারী করছে এক শ্রেণির জুয়া ব্যবসায়ী। বিভিন্ন  শ্রেণি, পেশা ও বয়সের মানুষ আয়ের সব টাকা ঢেলে দিচ্ছেন তাদের পাতা ফাঁদে। প্রশাসনের নিরবতায় পরিস্থিতি নাজুক আকার ধারন করেছে । অপর দিকে বিক্রি না হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফার্নিচার ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন।

জানা যায়, দুর্গা পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় চলতি মাসে জেলা শহরের পুরাতন জজ কোর্ট চত্বরে ফার্নিচার মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে চুড়ি, মালা, কাঠের ফার্নিচার নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। দুই সপ্তাহ অতিবাহিত হলেও এখনো  জমে ওঠেনি মেলা। পণ্য বিক্রি না হলেও রাত ১০টার পর থেকে জমজমাট জুয়ার আসরে জুয়াড়িদের ঢল নামছে। ফরগুটি, চরকা, ১/১০ খেলায় মেতে উঠছেন সব বয়সের মানুষ।

লাখ লাখ টাকার জুয়া খেলা হচ্ছে সেখানে। মেলার মাঠ ঘুরে দেখা যায়, জুয়ার আসরের আশপাশে নিষ্ঠার সাথে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন । কিন্তু রিকশাচালক, ছাত্র, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী, পেশার মানুষ টাকার খেলায় সেখানে মেতে উঠেছেন। দামী গাড়ি চড়েও গভীর রাতে দুরদুরান্ত থেকে ছুটে আসছেন জুয়াড়িরা। এদিকে নেই প্রশাসনের নজর।

এতে করে পাড়া-মহল্লায় জুয়া খেলার বিরূপ প্রভাব পড়েছে। জুয়া খেলার মরণ নেশায় স্বর্বশান্ত হচ্ছেন এলাকার হতদরিদ্র মানুষও।

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা নাজির জাহিদ হাসান লিপু বলেনন, আগামী ২৬ অক্টোবর পর্যন্ত ফার্নিচার ও কসমেটিকস মেলার অনমুতি দেয়া হয়েছে। জুয়া খেলার জন্য কোন প্রকার অনুমতি দেয়া হয়নি।

মেলার আয়োজক সমিতির অন্যতম কর্ণধার রোকনুজ্জামান রোকন বলেন, আরো কয়েক দিন পরে মেলা জমে উঠবে। তার দাবি, জুয়ার আসরের কারনে মেলায় কোন প্রভাব পড়ছে না। ইতিমধ্যে জুয়ার আসরে হামলার ঘটনা ঘটেছে মর্মে স্বীকার করলেও সবকিছু ঠিকঠাক মতো চলছে বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, মেলায় জুয়ার আসর বসছে কিনা জানা নেই। প্রকৃত ঘটনা জানার জন্য নিজে মেলার মাঠে যাবেন বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.