Sylhet Today 24 PRINT

সাপাহারে ভারত থেকে আসা বানর নিয়ে বিপাকে বিজিবি ক্যাম্প

প্রদীপ সাহা, সাপাহার (নওগাঁ) |  ৩১ অক্টোবর, ২০১৬

ভারত থেকে আসা একটি বানর নিয়ে বিপাকে পড়েছে নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা বিজিবি সদস্যরা।

জানা গেছে রোববার দুপুরে সীমান্ত ঘেঁষা বিজিবি ক্যাম্প সংলগ্ন কলমুডাঙ্গা বলদিয়া ঘাট গ্রামে ভারত থেকে পালিয়ে এসে একটি বানর গাছে আশ্রয় নেয়। গ্রামের কিছু দুষ্ট প্রকৃতির ছেলে বানরটিকে তাড়া করে নিয়ে বেড়ায়। এসময় বানরটি কয়েক জনকে হাতে পায়ে কামড় দেয়। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষনিক বানরটিকে উদ্ধার করে ক্যাম্পে নিরাপদ স্থানে রাখে।

ক্যাম্প কমান্ডার আজমল হোসেন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটিকে বন বিভাগের কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে এ জন্য সাপাহার থানার ওসির সাথে যোগাযোগ করা হয়েছে। সংবাদ পেয়ে ইতো মধ্যে ১৪বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে: কর্নেল আলী রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান বন বিভাগের কর্মকর্তার সাথে যোগাযোগ করা হয়েছে কিন্তু এ পর্যন্ত বন  বিভাগের পক্ষ থেকে  কোন পদক্ষেপ না নেয়ায় বানরটি কোন কিছু না খেয়ে দু’দিন ধরে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পে অবস্থান করছে। অসহায় বানরটিকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.