Sylhet Today 24 PRINT

সেন্টমার্টিনে আটকা পড়েছেন অর্ধ শতাধিক পর্যটক

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৬

ঘূর্ণিঝড় ‘নাদা’র প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যাওয়া অর্ধ শতাধিক পর্যটক আটকে পড়েছেন।

টেকনাফ থানার ওসি মোঃ আব্দুল মজিদ বলেন, বঙ্গোপসাগরে তিন নম্বর সতর্ক সংকেতের কারণে সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে কোন জাহাজ চলাচল করেনি। ফলে সেখানে অর্ধ শতাধিক পর্যটক আটকা পড়ে আছে বলে জানান তিনি।

সেন্টমার্টিনের চেয়ারম্যান নুর আহমদ বলেন, আটকে পড়া পর্যটকরা নিরাপদে আছেন। তাদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে

কক্সবাজার আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এ কারণে বঙ্গোপসাগর ও উপকূলবর্তী এলাকায় তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.