Sylhet Today 24 PRINT

নৌ কর্মকর্তার ঘুষিতে পুলিশের এসআই আহত!

ঝিনাইদহ প্রতিনিধি |  ২৪ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জে আসামি ধরাকে কেন্দ্র করে সুরোত আলী নামে এক নৌবাহিনীর অফিসারের কিল ঘুষিতে জখম হয়েছে পুলিশের এসআই গোবিন্দ কুমার।

কালীগঞ্জ উপজেলার তত্বিপুর বাজারে বুধবার (২৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

লাঞ্ছিত এসআই গোবিন্দের চোখ-মুখে জখম হওয়ায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নৌ-বাহিনীতে কর্মরত চিফ পেটি অফিসার সুরোত আলীকে আটক করেছে পুলিশ।

সুরত আলী মালিয়াট গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ রবিউল ইসলাম নামে আরো একজনকে আটক করেছে।

আহত এসআই কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্বিপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন। খবর পেয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তত্বিপুর ফাঁড়িতে যান। এরপর রাত ১০টার দিয়ে আটক সুরত আলী ও রবিউলকে কালীগঞ্জ থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, বুধবার রাতে এসআই গোবিন্দ কুমার ওয়ারেন্টভুক্ত এক আসামি ধরেন। এ সময় সুরত আলী ও স্থানীয় আওয়ামীলীগের সমর্থকরা পুলিশকে আসামি ছেড়ে দিতে বলেন। আসামী ছাড়া নিয়ে পুলিশের সঙ্গে তর্ক শুরুর এক পর্যায়ে সুরোত আলী এসআই গোবিন্দের চোখে মুখে ঘুষি মারেন। এতে তিনি আহত হন।

আটক নৌবাহিনীর কর্মকর্তা সুরোত আলীর ভাগ্নে হাসেম আলী বলেন, ‘আমার মামা প্রায় এক সপ্তাহ হলো ছুটিতে বাড়িতে এসেছেন। বুধবার বিকেলে ফাঁড়ি ইনচার্জ গোবিন্দ বাবু তত্বিপুর বাজারে এসে আসামি ধরার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

গালি দেবার সময় মামার সঙ্গে এসআই গোবিন্দ কুমারের বাগবিতন্ডা হয়। পুলিশ মামাকেও অকথ্য ভাষায় গালমন্দ করতে করতে মারতে তেড়ে আসে। এ সময় মামা গোবিন্দকে ধাক্কা দিলে পাশে থাকা একটি বাইসাইকেলের উপর পড়ে চোখের পাশে কেটে যায়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.