Sylhet Today 24 PRINT

বেনাপোলে ২ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল প্র‌তি‌নিধি |  ২৭ নভেম্বর, ২০১৬

বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোস্ট এলাকা থে‌কে বিজিবি-২৬ ব্যাটালিয়নের সদস্যরা শনিবার রা‌তে চোরাচালানির অভিযোগে ২ ভারতীয় পাসপোর্টধারী নাগরিককে আটক করে বেনা‌পোল পোর্টথানা পুলিশে সোপর্দ করেছে।

আটককৃতরা হলেন- কলকাতার ইকবালপুর থানার ৩/ই মোমিনপুর রোডের আহম্মেদ হোসেনের ছেলে শফিক হোসেন (৩০) ও আনোয়ার হোসেন (৩৫)।

বিজিবি জানায়, শুক্রবার (২৫ নভেম্বর) ভোরে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে এসএ পরিবহনের একটি কার্ভাডভ্যান তল্লাশি করে কাগজপত্র ও মালিকবিহীন অবস্থায় দেড় কোটি টাকা মূল্যের সুন্দরী কাঠসহ বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য জব্দ করা হয়। বিজিবি সদস্যরা পরে খোঁজ-খবর নিয়ে জানতে পারেন ওই পণ্যের মালিক দুই ভারতীয় নাগরিক। পরে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে আটক করে পুলিশে দেওয়া হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিপন জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এবং রবিবার দুপুরে তাদের থানা যশোর আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.