Sylhet Today 24 PRINT

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নামতে গিয়ে আহত অর্ধশত

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৬

গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় বিকন নিটওয়্যার নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রফিক উদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। একটি কার্টনে আগুন ধরে ধোঁয়া বের হলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস কারখানায় পৌঁছানোর আগেই শ্রমিকরা আগুন নিভিয়ে ফেলেন।

আহত শ্রমিকরা জানান, ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার পর সব শ্রমিক একসঙ্গে নামার চেষ্টা করায় তারা আহত হন। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণয় ভূষণ দাশ বলেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৫৫ জনকে হাসপাতালে আনা হয়। তারা আগুনের আতঙ্কে ও কেটে-ছড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন। ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পরীক্ষা-নিরীক্ষার জন্য। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.