Sylhet Today 24 PRINT

আবারো পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যা, আটক আরেক কিশোর

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কিশোরের মৃত্যু হয়।

নিহত কিশোরের নাম ইয়ামিন (১৬)। সে সোনারগাঁর মহেষটেক এলাকার বিআর স্পিনিং মিলে শ্রমিক হিসাবে কাজ করতো।

তাকে হত্যায় জড়িত সন্দেহে রায়হান নামের আরেক কিশোর শ্রমিককে আটক করেছে পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, গতকাল (বুধবার) রাতে ইয়ামিন মিলের ওয়ার্কশপে কাজ করছিল। ধারণা করা হচ্ছে, ওই সময়ই আটক রায়হান কম্প্রেসরের পাইপ ইয়ামিনের পায়ুপথে চেপে ধরে। পরে আশঙ্কাজনক অবস্থায় ইয়ামিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে চলতি বছরের ২৪ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাগর বর্মণ (১০) নামক এক শিশু শ্রমিকের পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। উপজেলার যাত্রামুড়া এলাকায় জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডে এ ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.