Sylhet Today 24 PRINT

রাজবন বিহারে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিনিধি |  ৩০ ডিসেম্বর, ২০১৬

রাঙামাটির অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পর্যটকদের কাছে বিবেচিত হয় রাজবন বিহার। কিন্তু রাজবন বিহারে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বিহার কর্তৃপক্ষ।

মন্দির কৃতপক্ষ জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা বৌদ্ধ মন্দিরের পবিত্রতা নষ্ট করছে, বিভিন্নভাবে ভক্তদের হয়রানিও করেছে। পর্যটকেরা মন্দিরের বিভিন্ন মূর্তি স্পর্শ করে এমনকি পূজার আসনে বসে মন্দিরের পবিত্রতা নষ্ট করছে। মন্দিরের পূজার দ্রব্য ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে।

কর্তৃপক্ষ আরো জানায়, অনেক পর্যটক জুতা নিয়েও মন্দিরে প্রবেশ করে। তাদের বাধা দিয়ে বাকবিতণ্ডা তৈরি হয়েছে। অনেক সময় মন্দিরের কর্মকর্তারা হুমকি-ধমকির মুখেও পড়েছেন।

এমন ঘটনার প্রেক্ষিতেই বিহার কর্তৃপক্ষ পর্যটকদের জন্য রাজবন বিহার ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রসঙ্গত, বান্দরবনের স্বর্ণমন্দিরে গত ২০ ফেব্রুয়ারি থেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা ছিলো। প্রায় নয় মাস পর ১৬ নভেম্বর আবার তা তুলে নেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.