Sylhet Today 24 PRINT

বিজিবির \'ডগ স্কোয়াডে\' যুক্ত হলো ১৮ প্রশিক্ষিত কুকুর

বেনাপোল প্রতিনিধি |  ০৮ জানুয়ারী, ২০১৭

ভারতে ৬ মাস প্রশিক্ষণ শেষে 'ডগ স্কোয়াড' ক্রয় করে দেশে ফিরেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেনাপোল চেকপোস্ট দিয়ে শনিবার (৭ জানুয়ারি) দুপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮টি কুকুর বিজিবির কাছে হস্তান্তর করে।

ভারতের মধ্যপ্রদেশ ট্যাকেরপুর বিএসএফ ট্রেনিং সেন্টারে বিজিবি সদস্যদের এসব কুকুর নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয়।

বেনাপোল আইসিপি ক্যাম্প সূত্রে জানা যায়, বিজিবির ২০ সদস্যের একটি দল ভারতের মধ্য প্রদেশের টেকেনপুর বিএসএফ ট্রেনিং সেন্টারে ৬ মাস 'ডগ স্কোয়াডের' ওপর প্রশিক্ষণ নিতে যায়। প্রশিক্ষণপ্রাপ্ত এসব কুকুরকে সীমান্তে অস্ত্র, মাদক ও চোরাচালান পণ্য জব্দ করার কাজে নিয়োজিত করা হবে। সীমান্তবর্তী বিভিন্নস্থানে ও যানবাহনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধারে এসব কুকুর পারদর্শী। অচিরেই এসব কুকুর সীমান্তবর্তী অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে নিয়োজিত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.