Sylhet Today 24 PRINT

রাঙামাটিতে পাঠ্য বইয়ে ভুলের প্রতিবাদে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি  |  ৩১ জানুয়ারী, ২০১৭

পাঠ্য বইয়ে ভুল ও প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়ার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার সকাল ১১ টায় অনুষ্ঠিত এ সমাবেশে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়ার সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মিশু দের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিকু দিও, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মিলিন্দ তংঙ্গ্যা, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রান্ত রনি প্রমুখ।

এ সময় বক্তারা, অদৃশ্য শক্তির ইশারায় ভুল-বিচ্যুতিতে ভরা পাঠ্যসূচি বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ পাঠ্যসূচি প্রণয়নের দাবি ও প্রগতিশীল লেখকদের বাতিলকৃত লেখা সংযোজনের দাবি জানান।

মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী বরাবর স্মারকলিপি পেশ করে জেলা ছাত্র ইউনিয়ন। এসময় অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদ উল্ল্যা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.