Sylhet Today 24 PRINT

তিস্তা ও তিস্তা পাড়ের মানুষ বাঁচাতে আন্দোলন প্রয়োজন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

উজানের প্রবাহ দিন দিন কমে আসায় তিস্তা পাড় এখন মরুভূমিতে পরিণত হচ্ছে। শুকনা মৌসুমে পানিশূন্যতা আর বর্ষায় প্রলয়ঙ্করী বন্যা তিস্তা পাড়ের মানুষের যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। তিস্তা নদী ও তিস্তা পাড়ের মানুষকে বাঁচাতে হলে তিস্তার ন্যায্য পানির হিস্যা আদায় ও তিস্তা নদী খননে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ইন্টারন্যাশনাল রিভার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ব্লু-প্ল্যানেট ইনিশিয়েটিভ, রিভারাইন পিপল ও সলিডারিটি'র উদ্যোগে তিস্তা-ব্রহ্মপুত্র বেসিনের বিভিন্ন জেলার নদীপাড়ের মানুষের সাথে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসাবে লালমনিরহাট জেলায় এক সভায় বক্তারা এসব কথা বলেন।

'তিস্তা নদী ও তিস্তা পাড়ের জীবন' শীর্ষক গ্রামীণ নাগরিক সভার সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত আয়কর পরিদর্শক সাদিকুল ইসলাম।

সভায় বক্তব্য দেন সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন( বাপা) এর জাতীয় পরিষদের সদস্য আব্দুল করিম কিম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ ও সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক শামছুল হক, রিভারাইন পিপলের সংগঠক স্কুল শিক্ষক শফিয়ার রহমান, প্রাক্তন ইউপি সদস্য আব্দুল জলিল, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, ডাউয়াবাড়ি আলহাজ আছের মামুদ, গণনিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম, চরবাসী মোশারফ হোসেন, লায়লী বেগম, শফিকুল ইসলাম প্রমুখ।

সভায় তিস্তা পাড়ের কয়েকশত গ্রামীণ নাগরিক উপস্থিত ছিলেন যাদের এক থেকে আঠারো বার পর্যন্ত বাড়ি নদীতে ভেঙে পড়েছে ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.