Sylhet Today 24 PRINT

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে আটক ১৮

বেনাপোল প্রতিনিধি |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

অবৈধ প‌থে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্ত থে‌কে ১৮ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার রা‌তে বেনাপোল সীমা‌ন্তের পুটখালী চরের মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন। ত‌বে এ সময় পাচারকারী চ‌ক্রের কাউ‌কে আটক কর‌তে পা‌রে‌নি বি‌জি‌বি সদস্যরা।

আটককৃতরা হলেন নড়াইলের চন্ডিতলা গ্রামের হরিদাস পালের ছেলে শুধাংশু পাল (৫৫), একই এলাকার অনিল পালের ছেলে নির্মল পাল (৩২), নির্মল পালের স্ত্রী শ্যামলী পাল (২৬), তাদের শিশু সন্তান সৌরব পাল (১২), সুপাল পাল (৯), নড়াইলের দিঘলিয়া গ্রামের গবিন্দ কুমার পালের স্ত্রী আরতি রানী পাল (৩৫), তাদের সন্তান সীমা রানী (১২), তারক কুমার পাল (১০), ইতি রানী (৮), অরশিদ কুমার পালের স্ত্রী শীলা নারী পাল (২৫), তাদের সন্তান রনজিত কুমার পাল (১০) ও স্বপন পোদ্দারের ছেলে শুকান্ত পোদ্দার (১৮), নড়াইলের ঘষিবাড়িয়া গ্রামের নিরোঞ্জন কুমার পালের ছেলে হরিদাস কুমার পাল (৩০), হরিদাস কুমার পালের স্ত্রী ছবি নারী পাল (২৬), তাদের সন্তান প্রভাত নারী পাল (১১), মহারাজ কুমার পাল (১০), নড়াইলের সিঙ্গীয়া গ্রামের সঞ্জয় কুমার পালের স্ত্রী সুসমিতা রানী পাল (২৬), তাদের সন্তান কৃষ্ণা রানী পাল (০৫)।

বিজিবি ২১ ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের সুবেদার শ্রী হরে কৃষ্ণ রায় জানান, বিশ্বস্ত মাধ্য‌মে আমরা জান‌তে পা‌রি অবৈধভাবে বেশ‌কিছু নারী-পুরুষ সীমান্ত পথে ভারতে যাচ্ছে। এ সময় সেখা‌নে অভিযান চা‌লি‌য়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হ‌য়ে‌ছে এবং দুপু‌রে তা‌দের য‌শোর আদাল‌তে পাঠা‌নো হ‌বে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.