Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে রফতানিমুখী শিল্প কারখানায় আগুন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শিল্পনগরী কাঁচপুর এলাকার রফতানিমুখী শিল্প কারখানা সিনহা ওপেক্স কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ৮টি ইউনিট।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সিনহা গ্রুপের ওই গার্মেন্টসের ১২তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই হাজীগঞ্জ ও ডেমরা ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সকাল পৌনে ৯:১৫ মিনিটে পর্যন্ত আগুন ১২ তলার মধ্যে নিয়ন্ত্রণে রাখা গেলেও নেভানো যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেড কোয়াটারের ইন্সপেক্টর মাহামুদ হোসেন জানান, সকাল সোয়া ৭টার দিকে খবর পেয়ে ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। যার মধ্যে ডেমরা ফায়ার সার্ভিসের ২টি, আদমজী ইপিজেডের ২টি, আট হাজারীর ১টি ও হেড কোয়াটার থেকে ৩টি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি। এছাড়াও সকাল সোয়া ৯ টায় প্রতিবেদনটি লেখার সময়ও আগুন নেভাতে ইউনিটগুলো কাজ করছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে সিনহা ওপেক্স গ্রুপের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.