Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ‘বিক্রির’ বিরুদ্ধে তরুণদের যুদ্ধের আহবান তুরিন আফরোজের

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০১৭

ফাইল ছবি

টাকায় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজ।

তিনি বলেছেন, টাকায় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি হয়। এর বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। এই যুদ্ধ নতুন প্রজন্মকেও করতে হবে।

ভুয়া মুক্তিযোদ্ধা ও রাজাকারদের বিরুদ্ধে তরুণদেরকে রুখে দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন যুদ্ধাপরাধ মামলায় সরকারপক্ষের এ কৌঁসুলি।

বরিশালে ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের তিন দশক পূর্তি উৎসবের কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তৃতীয় দিন শুক্রবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলে এ কর্মী সম্মিলন অনুষ্ঠিত হয়।

সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবালের সভাপতিত্বে তিন শতাধিক শিল্পী-কর্মী উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাট্যজন সৈয়দ দুলাল, কাজল ঘোষ, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। পূর্তি উপলক্ষে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে লাঠি খেলা, আলোচনা সভা, আবৃত্তি, সংগীত, নৃত্য ও যাত্রাপালা।

৫ মার্চ অশ্বিনী কুমার হলে নাটক ও কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, আবৃত্তি, সংগীত, নৃত্য ও লালনগীতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.