Sylhet Today 24 PRINT

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় বাংলাদেশি ‘জঙ্গি’ নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মার্চ, ২০১৭

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় চট্রগ্রামের হাটহাজারীর 'জঙ্গি' নিয়াজ মোর্শেদ রাজা নিহত হয়েছেন।

গতকাল বুধবার (১৫ মার্চ) তিনি নিহত হন বলে জানা গেছে।

নিহত নিয়াজ মোর্শেদ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খন্দকিয়া এলাকার এ কে এম কামালউদ্দিন আহমেদ এবং মাহবুবা কামালের পুত্র। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে নিয়াজ সবার ছোট।

নিয়াজের বোন জান্নাতুল মাওয়া জানান, আমার ভাই নিয়াজ চট্টগ্রাম গ্রামার স্কুল (সিজিএস) থেকে ‘এ লেভেল’ পাস করে অস্ট্রেলিয়ায় চলে যান। সেখানে ব্যবসায় প্রশাসন ও তথ্যপ্রযুক্তির ওপর পড়াশোনা করে সুইডেনে চলে যান। গত দুই বছর তাঁর সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। তারা শুনেছেন, নিয়াজ জঙ্গি-গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন।

নিয়াজের বোন আরো জানান, ২০১১ সালে তাদের বাবা মারা যান। তখন থেকে মা মাহবুবা কামাল মানসিকভাবে অসুস্থ। ওই বছরই নিয়াজ বিয়ে করেন। তিনি দুই সন্তানের জনক। নিয়াজের স্ত্রী ও সন্তানেরা এখন ঢাকায়। নিয়াজের কারণে তাঁর স্ত্রী বিপর্যস্ত হয়ে পড়েছেন।

গুলশানের হলি আর্টিজানে হামলার পর র‌্যাব নিখোঁজ ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করে, সেখানেও নিয়াজের নাম ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.