Sylhet Today 24 PRINT

অস্ত্র লুট মামলায় ৩২ সাঁওতালকে অন্তর্বর্তীকালীন জামিন

সিলেটটুডে ডেস্ক |  ২০ মার্চ, ২০১৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের কাছ থেকে অস্ত্র লুটের মামলায় ৩২ সাঁওতালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

সোমবার (২০ মার্চ) বেলা পৌনে ৫টার দিকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তাসকিনুল হক এ জামিন আদেশ দেন।

আদালতের সিএসআই রফিকুল ইসলাম রফিক জানান, এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সাঁওতালরা।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ খামারে গত ৭ আগস্ট বেলা আড়াই টার দিকে হামলা চালায় স্থানীয় কিছু বাঙালি ও সাঁওতালরা। এ সময় তারা রংপুর চিনিকলের কর্মকর্তা/ কর্মচারীদের আবাসিক ভবন ও অস্থায়ী পুলিশ ক্যাম্প ভাঙচুর করে।  একপর্যায়ে তারা এক পুলিশ সদস্যকে মারধর করে তার কাছে থাকা একটি অস্ত্র লুট করে নেয়। এ ঘটনায় থানার তৎকালীন এসআই আবদুল গফুর বাদী হয়ে মামলা করেন। মামলায় সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংহতি কমিটির সাধারণ সম্পাদকসহ ৩৬ জনকে আসামি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.