Sylhet Today 24 PRINT

গ্রেপ্তারকৃত জঙ্গিদের কাছ থেকে খেলনা পিস্তল ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০১৭

জঙ্গি সংগঠন নব্য জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের দুই প্রকৌশলীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময়ে তাদের কাছ থেকে উগ্রবাদের বই,  খেলনা স্নাইপার ও পিস্তল, বোমা তৈরির সরঞ্জামাদি, নগদ ৩ লাখ ১৪ হাজার টাকা এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২১ মার্চ) কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০’র অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতব্বর।।

আটক  ব্যক্তিরা হলো, অলিউজ্জামান অলি (২৮), আনোয়ারুল আলম (২৯), সালেহ আহাম্মেদ শীষ (২২), আবুল কাশেম (২৭) ও মোহন মহসিন (২০)।

জাহাঙ্গীর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ৫ জঙ্গি ঢাকার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছে। তবে কোন সরকারি স্থাপনা সেটি এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তদন্ত করে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তিনি বলেন, গ্রেপ্তার জঙ্গিদের পরিকল্পনা ছিল দেশে বড় ধরনের নাশকতা করে নিজেদের মনোবল বাড়ানো। সেজন্য তারা বিভিন্নভাবে সংঘবদ্ধ হতে চেষ্টা করছে। তারা সবাই নব্য জেএমবির সারোয়ার তামিম গ্রুপের সদস্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.