Sylhet Today 24 PRINT

মহিলা আওয়ামীলীগের দুই গ্রুপের দ্বন্দ্বে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মহিলা আওয়ামীলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়েছে অপর গ্রুপ।

রোববার বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় গভঃ মডেল গার্লস হাই স্কুলে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জেলা মহিলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানে হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পণ্ড হয়ে যায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা নিশাত তার সহযোগিদের নিয়ে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাদেকা বেগম।

এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে নাতনীকে আনতে গেটে গেলে তাসলিমা সুলতানা নিশাত ও তার সহযোগী জয়া রাণী সাহার নেতৃত্বে আমার উপর হামলা চালানো হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এতে তিনজন আহত হয় বলে জানান তিনি।

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা নিশাত।

এই ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান সাংবাদিকদের বলেন, অনুষ্ঠানে দুই পক্ষে মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.