Sylhet Today 24 PRINT

থানা কোয়ার্টারে ওসির ঝুলন্ত লাশ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০১৭

বগুড়ার গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ন.ম. আবদুল্লাহ আল হাসানের (৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে থানা সংলগ্ন নিজ কোয়ার্টারে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ওসি আ.ন.ম. আবদুল্লাহ আল হাসান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ

জানা গেছে, নাটোরের বড়াইগ্রাম উপজেলার কদমতলা গ্রামের হযরত আলীর ছেলে আ.ন.ম. আবদুল্লাহ আল হাসান সম্প্রতি গাবতলী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি থানা চত্বরের কোয়ার্টারে একাই থাকতেন।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে একটি রুমে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশ সদস্যরা তা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমায়েত-উল-হাসিন তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর মৃত্যুর খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী ওসি হাসানের আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.