Sylhet Today 24 PRINT

টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

সিলেটটুডে ডেস্ক  |  ০৬ এপ্রিল, ২০১৭

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশনের পাথাইল কান্দি রেলগেট এলাকায় লালমনি এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনমাস্টার নুরুল হুদা সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালে জানান, লালমনি এক্সপ্রেসটি লাইনচ্যুত হওয়ার এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। আশা করছি, শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তিনি আরো বলেন, দুর্ঘটনার ফলে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ওই এলাকায় লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।

নুরুল হুদা জানান, সিরাজগঞ্জ, ইশ্বরদীসহ উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এর মধ্যে ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, ঈশ্বরদী লোকালসহ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.