Sylhet Today 24 PRINT

কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতিতে জঙ্গিরা মাথা তুলে দাঁড়াবে, শঙ্কা আহলে সুন্নাতের

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৭

কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিসকে সরকারের দেওয়া মাস্টার্স সমমানের স্বীকৃতি বাতিলের দাবি জানিয়েছে ইসলামি গ্রুপ আহলে সুন্নাত ওয়াল জমা’আত। দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতেয়ার এ দাবি জানিয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বিবৃতিতে মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, ‘কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতিকে কাজে লাগিয়ে জঙ্গিরা নতুন রূপে মাথা তুলে দাঁড়াতে পারে।’

সরকারের সিদ্ধান্ত আত্মঘাতী বলে অভিহিত করে তিনি আরও বলেন, ‘এ সিদ্ধান্ত শিগগিরই বাতিল না করা হলে সরকারের জঙ্গিবিরোধী সব কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে।’

একইসঙ্গে আগামী সোম ও মঙ্গলবার দেশের সব জেলা-উপজেলায় প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।

মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, ‘পাশাপাশি আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের ডিপুটি কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হবে।’ এরপর অগ্রগতি দেখে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানান তিনি।

তিনি বলেন, ‘এক দেশে সরকার স্বীকৃত দুটি ইসলামী শিক্ষানীতি থাকতে পারে না। এরকম দুটি নীতি থাকলে দেশে দুটি ইসলামী ধারা তৈরি হবে, যার ফলে সংঘাত তৈরির আশঙ্কা রয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.