Sylhet Today 24 PRINT

ঢাকার আফতাবনগরে মাটির নিচ থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৭

রাজধানী ঢাকার বাড্ডা থানাধীন আফতাবনগর নামক স্থানে মাটির নিচ থেকে ৫০০  রাউন্ড রাইফেলের মরিচা পড়া গুলি, ৪০ রাউন্ড মরিচা পড়া ভাঙ্গা গুলি ও ০৩টি মরিচা পড়া গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এসব গুলি ও গ্রেনেড উদ্ধার করা হয়।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল বলেন, গতকাল (সোমবার) সন্ধ্যা ৬:৩০ মিনিটের দিকে বাড্ডা থানার আফতাবনগর জহুরুল ইসলাম সিটি’র শেষ প্রান্তে এম ব্লকের ত্রিমোহনী নামক স্থানে ইষ্টার্ণ হাউজিং এর ঠিকাদার কর্তৃক বিভিন্ন স্থান হতে আনা মাটি ভরাট কালে ভরাটকৃত মাটি ভেকু গাড়ি দিয়ে সমতল করার সময় শ্রমিকরা উক্ত মাটির ভিতরে রাইফেলের গুলি ও গ্রেনেড দেখে বাড্ডা থানা পুলিশকে সংবাদ দেয়।

তিনি আরো বলেন, সংবাদ পেয়ে ডিএমপি’র গোয়েন্দা বিভাগের বোম্ব ডিসপোজাল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এবং ০৩টি গ্রেনেড নিষ্ক্রিয় করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.