Sylhet Today 24 PRINT

ঝিনাইদহের ‘জঙ্গি আস্তানা’ থেকে রাসায়নিক দ্রব্য, অস্ত্র ও জিহাদি বই উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০১৭

ঝিনাইদহ সদর উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান চালিয়ে ১৪ ড্রাম ভর্তি হাইড্রোজেন পাওয়ার অক্সাইড নামক রাসায়নিক পদার্থ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২২ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে এ অভিযান শুরু হয়। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘সাউথ প’।

বেলা সাড়ে ১২ টার দিকে পুলিশের খুলনার রেঞ্জের উপ-মহাপরিদর্শক ডিআইজি দিদার আহমেদ বলেন, অভিযান এখনো চলছে। বোমা বিশেষজ্ঞ দল সেখানে কাজ করছে।

তিনি আরো বলেন, ওই বাড়ির ভেতর থেকে রাসায়নিক ভর্তি ১৪টি ড্রাম ছাড়াও একটি বিদেশি পিস্তল, সাতটি গুলি ও ১৫-১৬টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে। ভ্যানে করে এগুলো বাইরে বের করা হয়। তবে এসময় কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ওই সন্দেহজনক বাড়িটি ঘিরে রাখে পুলিশ। সোয়াট, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান নেন। এরপর শনিবার সকাল সোয়া ৯টায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.