Sylhet Today 24 PRINT

রাজাকারের নামে গড়া স্মৃতিসৌধ ভেঙে দিলো পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০১৭

খুলনার ডুমুরিয়া উপজেলার তালিকাভুক্ত রাজাকার মৃত আবদুল মজিদ শেখের স্মৃতিসৌধ ভেঙে দিয়েছে পুলিশ।

রোববার (৭ মে) দুপুরের দিকে খুলনার সহকারী পুলিশ সুপার সজীব খানের নেতৃত্বে ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের মেছাঘোনা গ্রামে ওই স্মৃতিসৌধ ও কবরের ফলক ভেঙে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, আবদুল মজিদ শেখ ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তৈরী করা তালিকার ৮ নম্বর রাজাকার। তার বসতবাড়িও রাজাকারের ক্যাম্প হিসেবে পরিচিত ছিল।

জানা যায়, ২০০৩ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়ির সামনে অজ্ঞাতদের গুলিতে আবদুল মজিদ শেখ নিহত হন। পরবর্তীতে তার ছেলে লাচ্চু শেখ বাবার কবরে শহীদ শেখ আবদুল মজিদের নামফলক স্থাপন করেন। পাশাপাশি সেখানে তৈরী করেন শহীদ স্মৃতিসৌধ।
এতোদিন সেখানে বেড়া দেওয়া ছিলো। সম্প্রতি সেই বেড়া সরিয়ে ফেলায় নামফলক ও স্মৃতিসৌধ সবার নজরে আসে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে প্রশাসন তৎপর হয়।

ডুমুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেক এলাহী জানান, খোঁজ নিয়ে জানা গেছে আবদুল মজিদ শেখ রাজাকার ছিলো। তার কবরের স্মৃতিফলক রোববার সকালে তার পরিবারের সদস্যদের ভেঙে ফেলতে বলা হয়। কিন্তু তারা ভাঙেনি। পরবর্তীতে পুলিশ দিয়ে ফলকটি ভেঙে ফেলা হয়েছে।

এটি ভেঙে ফেলায় স্বস্তি প্রকাশ করে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.