Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর জনসভা শেষে ফেরার পথে হাওরে নেতাকর্মী বোঝাই ট্রলারডুবি

সিলেটটুডে ডেস্ক  |  ১৮ মে, ২০১৭

নেত্রকোনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশগ্রহণ শেষে ফেরার পথে আওয়ামী লীগের নেতাকর্মী বহনকারী দুটি ট্রলার হাওরে ডুবে গেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। তবে নিরাপদে রয়েছেন অন্যরা। 

বৃহস্পতিবার (১৮ মে) দুপুর সোয়া ১২টার দিকে মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির মাঝামাঝি ডিঙ্গাপুতা হাওরে এ দুর্ঘটনা ঘটে।

দুই ট্রলারের যাত্রীরাই নেত্রকোনার মোহনগঞ্জ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা দেখতে বৃহস্পতিবার নেত্রকোনার প্রত্যন্ত হাওর উপজেলা খালিয়াজুড়িতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল পৌনে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার খালিয়াজুড়ি ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে। সেখানে জনসভা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন প্রধানমন্ত্রী। আজ বিকেলেই তিনি ঢাকায় ফিরে যাবেন।

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তর-পূর্বাঞ্চলের বিস্তৃত এলাকা প্লাবিত এবং বোরো ধানের মারাত্মক ক্ষতি হয়। এতে হাজার হাজার কৃষকের জীবন-জীবিকা ঝুঁকির মুখে পড়ে। বন্যায় সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাওর এলাকা পরিদর্শন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.