Sylhet Today 24 PRINT

বাসচাপায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০১৭

তাবলীগ জামাতের চিল্লা থেকে ক্যাম্পাসে ফেরার পথে সাভারে যাত্রীবাহী বাসচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল হাসান রানা (২৪) নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ মে) ভোর ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএনবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাবনা জেলার সদর থানার নুরপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে নাজমুল হাসান রানা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ও আলবেরুনী হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে রানা ও একই বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী আরাফাত (২৪) সাভারের কলমায় মার্কাস মসজিদ থেকে তাবলীগ জামাতের চিল্লা থেকে অটোরিকশায় ক্যাম্পাসে ফিরছিলেন।

অটোরিকশাটি সিএনবি এলাকায় পৌঁছলে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস সেটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দু'জনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান রানাকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় আরাফাত সেখানে চিকিৎসাধীন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্দের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে বাসটি আটক করতে পারেনি পুলিশ।

রানার অকাল মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.